Listen Our Radio

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০০৯

PHP দিয়ে আইপি বের করুন

পি.এইচ.পি দিয়ে সহজে I.P. এড্রেস বের করা যায়।নিচের এক লাইনের কোডটি ব্যবহার আপনার আইপি এবং আপনার ওয়েব সাইট এ যুক্ত করে আপনাদের ভিজিটরদের I.P.বের করতে পারবেন।

$ip=$_SERVER['REMOTE_ADDR'];

echo $ip;

?>

if u want more php code click here

উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম এ কোন কোডিং

ছাড়াই পাসওয়ার্ড সেট করতে পারি। এরজন্য প্রথমে

আমাদের “.zip” ফাইল তৈরি করে নিতে হবে। “.zip”

ফাইল তৈরি করার জন্য যে কোন খালি জায়গায় ডান বাটন

ক্লিক করে নিউ এ মাউস পইন্ট রাখব। কিছুক্ষন পর কিছু

মেনু আসবে। এখান থেকে “Compressed (zipped)

Folder” এ ক্লিক করব। এখন”.zip”ফাইল তৈরি হয়ে

গেছে। এবার এর নাম আপনার পছন্দ মত দিন।
এবার আমাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে। এর জন্য ঐ

“.zip” এর ভেতর যে ফাইলে পাসওয়ার্ড সেট করতে হবে

সে ফাইল রাখব(Copy করে Paste করব)। তারপর File

Menu থেকে Add Password সিলেক্ট করব। এখনে

আসা উইন্ডো থেকে Password ও Confirm

Password দিয়ে Ok বাটন ক্লিক করব।
Folder
তারপর যখন আমরা ঐ ফাইল অপেন করতে চাব, তখন

আবার আপনার ঐ পাসওয়ার্ড দিয়ে অপেন করতে হবে।
এভাবে রাখলে ঐ ফাইল এখন ভাইরাস থেকে মুক্ত।

ওয়েব সাইট তৈরি করুন সহজে

ইন্টারনেট মানে অজস্র সাইট এর সমারোহ। পৃথিবীতে কত ওয়েব সাইট আছে তা বলা কঠিন। প্রতি মিনিটে অসংখ সাইট তৈরি হচ্ছে । আমরা অনেকে চাই নিজের একটি ওয়েব সাইট থাকুক। কিন্তু অনেকেই প্রয়োজনীয় জ্ঞানের অভাবে তা পারি না।আমাদের দেশে অনেক সংস্থা নির্দিষ্ট টাকার বিনিময়ে ওয়েব সাইট দিয়ে থাকে।কিছু সংস্থা বিনামূল্যে ওয়েব সাইট হোস্টিং এর সুবিধা দিয়ে থাকে।ডোমেইন নিবন্ধনঃ ওয়েব সাইট তৈরির করার আগে আমাদের অবশ্যই ডোমেইন Register করতে হবে। ডোমেইন মানে ওয়েব সাইট এর নাম।বিনামূল্যে কয়েকটি সংস্থা ওয়েব হোস্টিং ও ডোমেইন নেম দিয়ে থাকে। তার মধ্যে http://we.bs অন্যতম। এতে নিবন্ধ করলে আপনাকে ৬০মেগাবাইট জায়গা দিবে। আমরা এই সাইট এ ওয়েব সাইট হোস্টিং করে শিখব। প্রথমে http://we.bs/sign_up.html যান। FREE এ চেক দিন। 2. Please, select if you want to register/transfer/host a domain or use a subdomain: লিখার নিচে Register / Transfer a domain name এ চেক দিন। একটি টেক্সট বক্স আসবে। এখানে আপনার ওয়েব সাইট এর নাম দিন। যেমনঃ মনে করি আপনি আপনার ওয়েব সাইট এর নাম pcmelabd দিবেন ।এ জন্য টেক্সট বক্সে pcmelabd লিখুন। তারপর SEARCH বাটনে ক্লিক করুন।register pcmelabd .we.bsএ চেক দিয়ে NEXT বাটন চাপুন। এর পর দেখবেন একটি Registration ফরম এসেছে। সব গুলি টেক্সট বক্সে আপনার সঠিক তথ্য দিন। []I agree with your Terms and Conditions এ চেক দিয়ে SingUp বাটনে ক্লিক করুন। আমরা ইমেইলে একটি Password চলে যাবে। এবার আপনাকে আপনার ওয়েব সাইট বানিয়ে হোস্ট করতে হবে।
ওয়েব সাইট তৈরি করাঃ আমরা দুই ভাবে ওয়েব সাইট তৈরি করতে পারি।
১. টেম্পলেট ব্যবহার করেঃ টেম্পলেট ব্যবহার করে ওয়েব সাইট বানানো সহজ। নিচে কিছু টেম্পলেট এর সাইট দেওয়া হল । এথেকে আপনি বিনামূল্যে টেম্পলেট নামিয়ে ওয়েব সাইট বানাতে পারেন।
www.freesitetemplates.com
www.oswd.org
www.templateworld.com/free_templates.html

২. সফটওয়্যার ব্যবহার করেঃ সফটওয়্যার ব্যবহার করেও ওয়েব পেইজ বানানো যায়। http://earndolar.tk/web.php সাইট থেকে Easy Web Site Pro-4 ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন।আপনার কম্পিউটারে আগে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ইন্সটল থাকতে হবে ।এই সফটওয়্যারটি দ্বারা ৮টি Step শেষ করে আপনার ওয়েব সাইট বানাতে পারবেন।এ সফটওয়্যারটির ব্যবহার দেখতে পারেন http://www.easywebsitepro.com/help/en লিঙ্ক থেকে। ওয়েব সাইট তৈরি শেষ হলে একটি ফোল্ডার এ ফাইল গুলি রাখুন। মনে করি web site নামে একটি ফোল্ডারে রাখলাম। এখন আপনাকে ফাইল গুলি we.bs এ আপলোড করতে হবে।
ওয়েব পেইজ হোস্টিং করাঃ আমাদের শেষ কাজ হল তৈরিকৃত ওয়েব সাইট সার্ভারে হোস্ট বা আপলোড করতে হবে। http://we.bs/members.html গিয়ে আপনার মেইলে দেয়া Name ও Password দিয়ে লগইন করুন। File Manager এ ক্লিক করুন বা ফাইল ম্যানেজার ওপেন করুন। এখানে দেখবেন আপনার ওয়েব সাইট এর নাম(ডোমেইন নেম) দেখাচ্ছে। ক্লিক করুন। লোড হলে দেখবেন Index.html নামে একটি ফাইল আছে । ফাইলটির বাম পাশে চেক দিয়ে Delete Files/Folder(s) বাটনে ক্লিক করুন। মেসেজ বক্সে Are you sure you want to delete the marked file(s) ? লেখাটি দেখাবে। Ok ক্লিক করুন। Delete হয়ে গেলে আপনাকে আপনার ওয়েব সাইট আপ্লোড করতে হবে। UPLOAD FILES: লেখার পাশে একটি টেক্সট বক্স দেখবেন। এর পাশের Choose… বাটনে ক্লিক করুন। একটি উইন্ডো আসবে। উইন্ডোটি থেকে আপনার web site ফোল্ডারটি ওপেন করে index.html নামক ফাইল সিলেক্ট করে Open বাটনে ক্লিক করুন। এবার UPLOAD FILES: এর নিচ বরাবর এরেকটি টেক্সট বক্স আসবে। এর পাশের Choose.. বাটনে ক্লিক করে আবার আরেকটি ফাইল সিলেক্ট করে ওপেন করুন । এভাবে সব কটি ফাইল ওপেন করুন। সব শেষে Upload Files বাটনে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে ফাইল গুলি আপলোড হয়ে যাবে। বাস হয়ে গেল আপনার ওয়েব সাইট । এবার আপনার ওয়েব সাইট ভিজিট করতে পারেন।


কিভাবে CO.cc ডোমেইন পাবেন

CO.CC:Free Domain

অনেকেই ডোমেইন সম্পর্কে বোঝেন না। ডোমেইন কিভাবে পাওয়া যায় তা বোঝেন না । আপনি অতি সহজে Co.cc ডোমেইন পেতে পারেন। এটি URL redirect না। এতে আমরা শিখব কিভাবে ডমেইন সেট আপ করতে হয়।

১.প্রথমে ক্লিক করুন। এখন নতুন উইন্ডো আসবে। এখানে দেখবেন একটি টেক্সট বক্স আছে । তার ডান পাশে “Check Availability” একটি বাটন আছে। ঐ টেক্সট বক্সে আপনার কাংখিত ডোমেইন নেম লিখুন, যেমনঃ আপনি pcmelabd.co.cc নামে ডোমেইন নেম পেতে চান , তাহলে টেক্সট বক্সে লিখুন pcmelabd । তারপর পাশের “Check Availability” বাটনে ক্লিক করুন । কিছুক্ষনের মাঝে আপনার ডমেইন নেম চেক করবে। যদি আগে এই ডোমেইন রেজিষ্টেশণ না করে তা হলে pcmelabd.co.cc is available লেখাটি দেখাবে। যদি না দেখায় তাহিলে অন্য ডোমেইন নেম দেখুন।

এবার Continue Registration এ ক্লিক করুন। এবার আপনাকে নিবন্ধিত হতে হবে। এজন্য Create an account now এর উপর ক্লিক করুন।এবার একটি নিবন্ধন ফরম আসবে। এখানে আপনার তথ্য পূরণ করুন। এবং সব শেষে I accept the Terms of Service [] এ টিক দিয়ে Creat an account এ ক্লিক করুন।

এবার একটি লেখা দেখাবে Your new domain has been successfully registered। আপনার ডোমেইন হয়ে গেছে। এখন আপনাকে ডোমেইনটি সেট আপ করতে হবে।

২. Set up বাটনে ক্লিক করুন। Manage Domain আসবে। এখানে আপনার ডোমেইনের ডান পাশে Set up লিখা বাটনে ক্লিক করুন। এখানেই পেচটা । এখন আপনি যদি ডোমেইন চান তাহলে 1. Manage DNS এ চেক দিন। এখানে দুটি টেক্সট বক্স দেখতে পাবেন। Name Server 1 ও Name Server ২ । এখনে আপনার ওয়েব সার্ভার থেকে পাওয়া Name Server দুটি লিখুন। এটি আপনার ওয়েব সার্ভের আপনাকে বলে দিবে।Name Server ঘর গুলো পূরণ করে Set up এ ক্লিক করুন। এবার ২৪ ঘন্টা পরে ডমেইনটি আপনার সার্ভারে সেট হবে। তারপর ৪৮ ঘন্টা পরে আপনার ওয়েব সার্ভারের Domain Addson অপশনে গিয়ে আপনার নিবন্ধিত ডোমেইন লিখুন। হয়ে যাবে।

আমরা ওয়েব সাইট ব্যবহার করি। আমরা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের মেনু তৈরি করতে পারি সহজেই। এজন্য আপনি ইচ্ছা করলে সফটওয়্যার ব্যবহার করে অথবা ছাড়া করেতে পারেন । এজন্যে Menu Maker Download করতে পারেন http://www.liknodownload.com/ext/AllWebMenusSetup.exe ।mim

অথবা ৬৯ কিলোবাইটের প্রোগ্রামটি ডাউনলোড করুন: http://muktadir.we.bs/download.html এবং Edit করে আপনার ওয়েব সাইট এ যুক্ত করতে পারেন।

Outlook Express কে ব্যবহার করুন

আমরা যারা MS XP ব্যবহার করেন, তারা Outlook Express এর সাথে পরিচিত। কিন্তু আপনি হয়ত বুঝতে পারছেন না কিভাবে এটি ব্যবহার করবেন। আপনি যদি GMail ব্যবহার করেন তাহলে আপনি নিচের পদ্ধতিতে Outlook Express এ Gmail সেট আপ করে নিনঃ
  1. Open Outlook or Outlook Express.
  2. Click the Tools menu, and select Accounts…
  3. Click Add, and then click Mail…

muktadir rohman

  1. Enter your name in the Display name: field, and click Next.
  2. Enter your full Gmail email address (username@gmail.com) in the Email address: field, and click Next. Google Apps users, enter your full address in the format ‘username@your_domain.com.

muktadir rohman

6. Enter pop.gmail.com in the Incoming mail (POP3, IMAP or HTTP) server: field. Enter smtp.gmail.com in the Outgoing mail (SMTP) server: field. Google Apps users, enter the server names provided, don’t add your domain name in this step
muktadir

  1. Click Next.
  2. Enter your full email address (including ‘@gmail.com’ or ‘@your_domain.com’) in the Account name: field. Enter your email password in the Password: field, and click Next

muktadir

  1. Click Finish.
  2. Highlight pop.gmail.com under Account, and click Propertise

muktadir

  1. Click the Advanced tab.
    1. Fill in the following information:*
    2. Check the box next to This server requires a secure connection (SSL) under Outgoing Mail (SMTP).
    • Enter 465 in the Outgoing mail (SMTP): field.
    • Under Outgoing Mail (SMTP), check the box next to This server requires a secure connection (SSL).
    • Under Incoming mail (POP3), check the box next to This server requires a secure connection (SSL). The port will change to 995.
  • muktadir

    1.Return to the Servers tab, and check the box next to My server requires authentication
    muktadir

    1. And press OK

    Set Up Yahoo! in Outlook express

    1. From the Tools menu, choose “Accounts.”
    2. Select the “Mail” tab.
    3. Click the “Add” button.
    4. From the Add menu, click “Mail.”
    5. In the text box labeled Display Name, type your name and click “Next.”
    6. In the Email Address box, type your Yahoo! Mail address (be sure to include “@yahoo.com”) and click “Next.”
    7. Under “My incoming mail server is a…” select “POP3.”
    8. Type “plus.pop.mail.yahoo.com” in the Incoming Mail (POP3, IMAP, or HTTP) Server box.
    9. Type “plus.smtp.mail.yahoo.com” in the Outgoing Mail (SMTP) Server box.
    10. Click “Next.”
    11. In the Account Name box, type your Yahoo! Mail ID (your email address without the “@yahoo.com”).
    12. In the Password box, type your Yahoo! Mail password.
    13. If you want Outlook Express to remember your password, check the “Remember password” box.
    14. Do not check the boxes labeled “Log on using Secure…”
    15. Click “Next.”
    16. Click “Finish.”
    17. Select ‘plus.pop.mail.yahoo.com’ under ‘Account,’ and click ‘Properties.’
    18. Click the “Servers” tab.
    19. Under “Outgoing Mail Server” check the box next to “My server requires authentication”
    20. Click the ‘Advanced’ tab.
    21. Under “Outgoing mail Server (SMTP)”, check the box next to “This server requires a secure connection (SSL). Enter port number “465” in the “Outgoing mail (SMTP)” field.
    22. Under “Incoming mail (POP3)”, check the box next to “This server requires a secure connection (SSL)”. The port number in the “Incoming mail (POP3)” field should automatically change from 110 to 995. If it doesn’t, make sure the port number is set to 995.

    আমরা ওয়েব পেইজ তৈরি করার জন্যে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি।ইংলিশ ওয়েব সাইট তৈরি করার সফটওয়্যার অনেক। কিন্তু

    বাংলা ইউনিকোড ওয়েব পেইজ তৈরি করার ক্ষেত্রে হাতে গুনা কয়েকটি সফটওয়্যার রয়েছে। সে গুলির মাঝে ভাল ডিজাইন এর ওয়েব পেইজ

    তৈরি করা কষ্টকর। কিন্তু আপনি যদি কোন সফটওয়্যার ও কোডিং ছাড়াই তা পারেন তাহলে কেমন হয়। এমনি এক জিনিষের সন্ধান দেব

    আপনাদের। আউটলুক সফটওয়্যার এর দারা আপনি তা করতে পারেন। যা খুব সহজ। ওয়েব পেইজ তৈরি করার জন্য প্রথমেই

    Start>Program>Outlook Express ক্লিক করুন। এখান থেকে Creat Mailmukatdirএ ক্লিক করুন। এর পর নিচের ছবি

    হতে এর ইন্টের ফাইসের সাথে পরিচিত হয়ে নিনঃ-muktadir rohman

    এর Body অংশে আপনার ওয়েব পেইজ এর লেখা সাজিয়ে নিন।

    ফাইল সেভ করাঃপ্রথমেই ওয়েব নামে একটি ফোল্ডার তৈরি করুন।Format>Encoding সিলেক্ট করুন। File>Save as

    ক্লিক করুন। । Save as type এ থেকে html file(*.htm*.html) সিলেক্ট করুন। এবার ওয়েব ফোল্ডার এ সেভ

    করুন।

    ছবি ইম্পোর্ট করাঃ- প্রথমে image নামে আগের ফোল্ডার এর ভেতর তৈরি করুন।সেখানে আপনার সবি পেস্ট করুন। Insert>Picture ক্লিক করুন। ব্রাউজ এ ক্লিক করে ছবির স্থান দেখিয়ে দিন।Alternate Text এআপনার নাম বা কিছু লিখুন। Layoute এ থাকা Alignment থেকে ছবির অবস্থান নির্নেয় করুন। Border Thicknessএ ছবির Border লিখুন (যেমন 1 বা২ ইত্যাদি সংখা)।

    আমরা বিভিন্ন কাজে FAX ব্যবহার করে থাকি। FAX পাঠাতে টাকা ও FAX যন্ত্রের দরকার। কিন্তু আপনি যদি এসব ছারাই FAX পাঠাতে পারেন অনলাইন থেকে তাও আবার বিনামূল্যে। খুব সন্দর হবে। এজন্য বেশি কষ্ট করতে হবে না। শুধু মাত্র নিচের লিঙ্কে ক্লিক করুন।এখান Sender Information: এ আপনার তথ্য এবং Receiver Information: এ যেখানে যাবে তার তথ্য দিন। Fax Information: থেকে আপনার ফাইলটি Upload করুন এবং যা লিখবার লিখুন । সবশেষে Free Fax থেকে Send free fax now ক্লিক করুন। আপনি প্রতি দিন ২টি করে Fax পাঠাতে পারেন।
    এখানে ক্লিক করুন

    http://www.freefax.com/

    http://www.faxdigits.com/

    শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০০৯

    banglaoffice.jpgমাইক্রোসফট অফিস ওপেন সোর্স না হলেও মেনু, সাবমেনু এবং টুলটিপ ইত্যাদি পরিবর্তনের সুবিধা দেয়। ফলে ইউনিকোড ব্যবহার করে অনায়াসে এগুলো বাংলাতে লেখা যায়। এজন্য আপনার কম্পিউটার বাংলা সেটিং করে নিতে হবে। বাংলা সেটিং এর জন্য Control Panel থেকে Regional and Language Options খুলুন এবং Language ট্যাব থেকে Install files for complex script and right-to-left language (including Thai) চেক বক্স চেক করে Ok করুন। এক্ষেত্রে আপনার উইন্ডোজ ইনষ্টলারটির প্রয়োজন হতে পারে। এবার অফিসের মেনু বাংলাতে করার জন্য ওয়ার্ড খুলন এবং টুলস মেনু থেকে Customize এ ক্লিক করুন। এবার যে মেনুটি পরিবর্তন করতে চান তার উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Name অংশে ইংরেজী নাম মুছে বাংলাতে (ইউনিকোডে কীবোর্ডর সাহায্যে) লিখুন। আপনার যদি কোন ইউনিকোড কীবোর্ড না থাকে তাহলে www.omicronlab.com থেকে অভ্র ইউনিকোড কীবোর্ড বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এছাড়াও অন্যকোন ভাবে ইউনিকোডের লেখা পেষ্ট করলেও হবে। একইভাবে সকল সাবমেনু এবং টুলটিপ পরিবর্তন করতে পারেন। মাইক্রোসফট অফিসের অনান্য এপলিকেশন এক্সেল, পাওয়ারপয়েন্ট, ফন্টপেজ, একসেসও ইত্যাদি অনুরুপ পদ্ধতিতে বাংলাতে পরিবর্তন করা যাবে।

    উইন্ডোজ এক্সপির পরে উইন্ডোজ ভিসতা এবং সমপ্রতি উইন্ডোজ ৭ বাজারে এসেছে। কিন্তু উইন্ডোজ এক্সপি ব্যবহার তেমন একটা ভাটা পরেনি। তাই উইন্ডোজ ভিসতার বা উইন্ডোজ ৭ এর কিছু কিছু সুবিধা এক্সপির জন্য আসে। উইন্ডোজ ৭ এর মত টাক্সবার বানাতে পারবেন উইন্ডোজ এক্সপিতেও। এজন্য ViGlance সফটওয়্যারটি চালু করলেই চলবে। ১৯৭ (২৩৬) কিলোবাইটের ফ্রি, বহনযোগ্য এই সফটওয়্যারটি www.lee-soft.com থেকে ডাউনলোড করে চালু করুন। এবার দেখুন টাক্সবারের চেহারা। ভিগ্ল্যান্সে উইন্ডোজ ৭ এর ৪৮×৪৮ সাইজের আইকন, ডাইনামিক প্রসেস গ্রুপিং, ফিডিং স্টার্ট, গ্লাইড ইফেক্টস, রিসোর্স পিএনজি স্ক্রিন, ন্যাটিভ রাইট ক্লিক, ডাইনামিক টাক্সবার ট্র্যান্সফেন্সি, ৬৪ এবং ৮৬ এক্সপিতে ব্যবহারের সুবিধাগুলো রয়েছে। সফটওয়্যারটিকে স্থায়ীভাবে চালু করতে সফটওয়্যারটি কপি করে Start Menu\Programs\Startup এ পেস্ট (শটকাট) করুন তাহলে উইন্ডোজ চালু হবার সময় সফটওয়্যারটি চালু হবে।

    অনেক দিন ধরে ইয়াহুর নতুন ম্যাসেনজার “Yahoo messenger for Vista” ব্যবহারের কথা ভাব ছিলাম।কিন্তু আমি XP অপারেটিং সিষ্টেম ব্যবহার করি এবং “Yahoo messenger for Vista” XP অপারেটিং সিষ্টেমে ইন্সটল হয় না। নেটে ঘুরতে ঘুরতে একদিন এর সমাধান পেয়ে গেলাম। আপনি এখন XP অপারেটিং সিষ্টেম ব্যবহারকারী হেয়ও “Yahoo messenger for Vista” ব্যবহার করতে পারেন ।এর জন্য আপনার সিষ্টেমে .Netframework 3 ইন্সটল থাকতে হবে।Xp অপারেটিং সিষ্টেমে “Yahoo messenger for Vista” চালাতে নিচের পদক্ষেপ গুলো অবলম্বন করুন।

    1. নিচের লিংক দুটির যে কোন একটি থেকে .zip ফাইল ডাইনলোড করুন।

    Link 1

    Link 2

    2. ডাইনলোড ফাইলটি আনজিপ করুন।

    3. ‘dotnetfx3setup.exe’ ফাইলটি চালান। তাহলে কিছুক্ষনের মধ্যে .Netframework 3 নেট থেকে ইন্সটল হয়ে যাবে।

    4. “Yahoo.Messenger.YmApp.exe” ফাইলটি রান করলেই yahoo messenger for vista আপনার xp অপারেটিং সিষ্টেমে চালু হয়ে যাবে।

    • আনজিপ করা ফাইলটি আপনি পোরটেবল ম্যাসেনজার হিসেবে ব্যবহার করতে পারেন। তবে যেই রান করাবেন সেই সিষ্টেমে .Netframework 3 ইন্সটল থাকতে হবে।

    উইন্ডোজ এক্সপির বেশ কিছু ইউটিলিটি আছে যেগুলোর খোঁজ অনেকেই জানি না। কিন্তু হিডেন ইউটিলিটি এক্সপি সফটওয়্যার দ্বারা এগুলো সহজেই চালু করা যায়। উইন্ডোজ ইউটিলিটি এবং কমান্ড লাইট ইউটিলিটি মিলিয়ে প্রায় ১০০টি মত জানা অজানা ইউটিলির তালিকা এবং চালু করার ব্যবস্থা রয়েছে এই ছোট সফটওয়্যারে। ২২৯ কিলোবাইটের এই সফটওয়্যারটি http://camtech2000.net থেকে ডাউনলোড করে নিন। এবার ইনস্টল করে চালু করে দেখুন। Windows utilities এবং Command Line utilities নামে ভিন্ন ভিন্ন ইউটিলিটির তালিকা দেয়া আছে। এবার প্রয়েয়াজনমত চালু করুন দরকারী ইউটিলিটিটি।

    বুট মেনুতে সেফ মুড যোগ করা

    একাধিক অপারেটিং সিস্টেম থাকলে কম্পিউটার খোলার সময় বুট মেনুতে কোন অপারেটিং সিস্টেম চালু করবেন তা নির্ধারন করা যায়। আর আপনি যদি উক্ত অপারেটিং সিস্টেম (এক্সপির জন্য) সেফ মুডে খুলতে চান তাহলে F8 চেপে সেফ মুড নির্বাচন করে সেফ মুডে প্রবেশ করতে হয়। কিন্তু আপনি চাইলে বুট মেনুতে সেফ মুড যোগ করতে পারেন ফলে সহজেই উক্ত নির্দিষ্ট উইন্ডোজে সেফ মুডে প্রবেশ করতে পারবেন।
    এজন্য মাই কম্পিউটারে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। এখন Advanced থেকে Start Up and Recovery এর Settings বাটনে ক্লিক করুন। এবার Edit বাটনে ক্লিক করলে boot.ini ফাইলটি নোটপ্যাডে খুলবে। এবার সবশেষে multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS=”Microsoft Windows XP Safe Mode” /safeboot:minimal /sos /bootlog লিখুন (যদি উইন্ডোজ সি ড্রাইভে হয়) এবং সেভ করুন। এবার কম্পিউটার রিস্টার্ট দিলে দেখা যাবে বুট মেনুতে নতুন Microsoft Windows XP Safe Mode নামে নতুন অপারেটিং সিস্টেম দেখাচ্ছে। এবার এটিতে ক্লিক করলে সি ড্রাইভের উইন্ডোজটি সেভ মুডে খুলবে।

    কোন ওয়েবসাইট Google PageRank বা Alexa rank কত তম তা জানতে নির্দিষ্ট ওয়েব সাইটে ঢুকতে দেখতে হয়। কিন্তু যদি আলাদা কোন ওয়েব সাইটে না ঢুকেই যদি ব্রাউজ করার সময় চলতি ওয়েব সাইটের Google PageRank বা Alexa rank দেখা যায় তাহলে কেমন হয়!
    ফায়ারফক্সের SearchStatus এ্যাড-অন্স দ্বারা এই সুবিধা পাওয়া যাবে। এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/321 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এবার কোন ওয়েবসাইট খুলে দেখুন স্ট্যাটাসবারে উক্ত সাইটের Google PageRank বা Alexa rank দেখা যাচ্ছে। এছাড়াও SearchStatus আইকনে মাউসের ডান বাটন ক্লিক করে Enable এ Compete ranking এবং mozRank চেক করে স্ট্যাটাসবারে আনতে পারবেন। আর চলতি ওয়েব সাইটটির সাইটম্যাপ, রোবট, আর্কাইভ, হুইজ ইত্যাদি সহজেই দেখতে পারবেন।

    অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যায়। ফলে কয়েক ঘন্টা ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল এ্যাপলিকেশন ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়! হিরেন বুট সিডি দ্বারা আপনি কয়েক মিনিটেই উইন্ডোজসহ উক্ত ড্রাাইভে ইনষ্টল করা সকল এ্যাপলিকেশন ইনষ্টল করতে পারেন। এজন্য উইন্ডোজের ড্রাইভ ইমেজ করে রাখতে হবে এবং প্রয়োজনে তা রিস্টোর করলেই হবে। ৯৫-১৭৭ মেগাবাইটের ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সিডিতে রাইট করুন। আর হিরেন বুট সিডির বিস্তারিত তথ্য (সকল দরকারি টুলসের বর্ণনা) পাওয়া যাবে www.hiren.info/pages/bootcd এই সাইটে।
    ইমেজ তৈরী করা: এখন একটি ড্রাইভে নতুন করে উইন্ডোজ ইনষ্টল করুন এবং দরকারী সকল এ্যাপলিকেশন, ড্রাইভার ইনষ্টল করুন (পূর্বে ইনষ্টল করা থাকলেও হবে)। এরপরে এবার সিডিটি প্রবেশ করিয়ে সিডি থেকে বুট করুন। তাহলে Hiren’s All in 1 BootCD আসবে যেখানে কীবোর্ড দ্বারা Disk Clone Tools… নির্বাচন করে এন্টার করুন। পরবর্তী স্ক্রিন থেকে Acronics Image Enterprise Server নির্বাচন করে এন্টার করলে কিছুক্ষণের মধ্যে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আসবে, যেখানে মাউস ব্যবহার করা যাবে।
    এবার Create Image এ ক্লিক করে Next করুন তাহলে হার্ডড্রাইভগুলো দেখা যাবে। ধরি C: ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে এবং আপনি C: ড্রাইভ ইমেজ করতে চাচ্ছেন। তাহলে C: ড্রাইভ নির্বাচন করে Next করুন এবং Information মাসেজ আসলে Ok করুন। এবার যে ড্রাইভে ইমেজটি সেভ করতে চাচ্ছেন সেই ড্রাইভ নির্বাচন করে ফাইলের নাম লিখে Next করুন। এখন Create Image Mode উইন্ডো থেকে Create the full backup Image Archive অপশন নির্বাচিত রেখে Next করুন এবং Image Archive Splitting উইন্ডোতে Automatic অপশন রেখে Next করুন এবং Compression Level উইন্ডোতে এ Maximum (এতে ইমেজের সাইজ কমে যাবে কিন্তু তৈরী এবং ইনষ্টল করতে একটু বেশী সময় লাগবে, আর Normal নির্বাচন করলে ইমেজ সাইজ বড় হবে এবং সময় কম লাগবে।) নির্বাচন করে Next করুন। এরপরে Image Archive protection এ ইচ্ছা করলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এবার Next করে Image Archive Comments Next করুন। এখন Proceed বাটনে ক্লিক করলে ইমেজ তৈরী হবে।
    ইমেজ রিস্টোর করা: যখন আপনার উইন্ডোজ ইনষ্টল করার প্রয়োজন হবে তখন এই ইমেজটি রিস্টোর করে দিলেই হবে। আপনি যে ড্রাইভে ইনষ্টল করবেন সেই ড্রাইভ ফরম্যাট করতে হিরেন বুট সিডি থেকে Partition Tool থেকে Partition Magic Pro 8.05 এর মাধ্যমে ড্রাইভটিকে ফরম্যাট করতে পারেন।
    ইমেজটি রিস্টোর করার জন্য পূর্বের নিয়মে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আনুন। এবার Restore Image এ ক্লিক করে Next করুন এবং Image Archive Selection উইন্ডো থেকে আপনার তৈরী করা ইমেজ নির্বাচন করে Next করুন। এবার Verify Archive Before The Restoring উইন্ডো থেকে No. I do not want to verify নির্বাচিত রেখে Next করে Partition or Disk to Restore থেকে Disk নির্বাচন করে Next করুন। এবার যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করতে চান সেই ড্রাইভ নির্বাচন করে Restore Partition Type উইন্ডো থেকে পার্টিশন (সি ড্রাইভ হলে প্রাইমারী, আর অনান্য ড্রাইভ হলে লজিক্যাল) নির্বাচন করে Next করুন এবং Restore Partition Size উইন্ডো থেকে ডিফল্ট রেখে Next করুন। এবার Next Selection এ No I do not image করে Proceed বাটনে ক্লিক করলে নির্দিষ্ট ড্রাইভে কয়েক মিনিটের মধ্যে সবকিছু হুবহু রিস্টোর হয়ে যাবে।
    এবার নতুন উইন্ডোজটি চালু করে দেখুন সকল এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল অবস্থায় আছে।

    সকল সংস্করণ পাবেন এখানে www.hirensbootcd.net বা www.givemesolution.org

    9.9 Version (177 MB)
    Download Link #1
    Download Link #2
    Download Link #3
    Download Link #4
    Download Link #5
    Download Link #6
    Download Link #7
    Download Link #8
    Download Link #9

    জনপ্রিয় ভয়েস এবং ভিডিও চ্যাটিং সার্ভিস স্ক্যাইপীতে চ্যাটিং করতে হলে সফটওয়্যার ডাউনলোড করে চ্যাটিং করতে হয়। কিছু দিন আগেও ইয়াহু, গুগলে ডেক্সটপ ক্লাইন্ট ছাড়া চ্যাটিং করা যেত না। বর্তমানে অনলাইনেই ইয়াহুতে চ্যাটিং করা যায় আর গুগলে ভয়েস এবং ভিডিও চ্যাটিং করা যায়। স্কাইপীর সাইটে এমন সুযোগ না থাকলেও আইএমও এমন সুযোগ করে দিয়েছে। ফলে কোন সফটওয়্যার ছাড়ায় শুধুমাত্র লগইন করেই স্ক্যাইপীতে চ্যাটিং করা যাবে।
    এজন্য www.imo.im সাইটে গিয়ে স্কাইপী নির্বাচন করে লগইন করে ভয়েস বা ভিডিও চ্যাটিং করতে পারেন। আইএমওতে স্কাইপী ছাড়াও একই সাথে এমএসএস, ইয়াহু, এআইএম/আইসিকিউ, গুগল, মাই স্পেস বা ফেসবুকের আইডি দ্বারা লগইন করেও চ্যাটিং করা যাবে।
    এছাড়াও আইএমও এর মাত্র ৯৬৪ কিলোবাইট ডেক্সটপ ক্লাইন্ট দ্বারাও একইসাথে এমএসএস, ইয়াহু, এআইএম/আইসিকিউ, গুগল, মাই স্পেস বা স্কাইপী দ্বারা চ্যাটিং করতে পারবেন। এমনই আরেকটি ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার হচ্ছে পিজিন

    আমরা ইন্টারনেটে চ্যাটিং করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু একই সফটওয়্যার দ্বারা যদি ইয়াহু, গুগল, এমএসএনসহ জনপ্রিয় সকল আইডি ব্যবহার করা এবং একই সাথে একাধিক আইডিতে লগইন করে চ্যাটিং করা যায় তাহলে কেমন হয়। এমনই এক ফ্রি চ্যাটিং সফটওয়্যার হচ্ছে পিজিন। মুক্ত এই সফটওয়্যার Yahoo!, Google Talk, MSN, AIM, Bonjour, Gadu-Gadu, Groupwise, ICQ, IRC, MySpaceIM, QQ, SILC, SIMPLE, Sametime, XMPP, Zephyr আইডি সমর্থন করে। ১৩.৬ মেগাবাইটের সফটওয়্যারটি www.pidgin.im থেকে ডাউনলোড করে ইনস্টল করুন। আর ইনস্টল করার ঝামেলা থেকে মুক্ত থাকতে চাইলে পোর্টেবল সংস্করণ ব্যবহার করতে পারেন। ১৩.২ মেগাবাইটের পোর্টেবল সফটওয়্যারটি http://portableapps.com থেকে ডাউনলোড করতে পারেন। এবার ইচ্ছামত আইডি যুক্ত করে চ্যাটিং করুন।

    SWF ফাইল সম্পাদনা করা

    SWF বা শকওয়েভ ফ্লাশ ফাইল বেশীভাগ ক্ষেত্রে ওয়েব সাইটে ব্যবহার করা হয়। ফ্লাশে তৈরী করা এই এ্যানিমেটেড ফাইল সাধারণত সম্পাদনা করা যায় না। কোন সফটওয়্যার দ্বারা যদি SWF ফাইল পরিবর্তন করা যেত তাহলে বেশ ভালই হতো।
    SWF ফাইল সম্পাদন করার এমনই এক ফ্রিওয়্যার সফটওয়্যার হচ্ছে Swf Modify| মাত্র ১.৫৩ মেগাবাইটের এই সফটওয়্যার দ্বারা সহজেই SWF ফাইলটির চলতি ফ্রেম বা সকল ফ্রেম সম্পাদনা করা যাবে। এছাড়াও নির্দিষ্ট আইটেম, অডিও ক্লিপ, মুভি ক্লিপ মুছে দেওয়া, প্রতিস্থাপন করা বা এক্সপোর্ট করা যাবে। সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণেই চলবে। সফটওয়্যারটি www.swfmodify.com থেকে ডাউনলোড করা যাবে।

    জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে কোন স্ট্যাটাস পোস্ট করতে, রিকোয়েস্ট বা ম্যাসেজ এসেছ কি না দেখতে ফেসবুকে লগইন করতে হয়। ওয়েব সাইটে না গিয়েও ফেসবুক নোটিফিকেশনস এ্যাপলিকেশন দ্বারা আপটেড জানা যাবে এবং পোস্ট করা যাবে। ৯০১ কিলোবাইটের এই ফ্রিওয়্যার সফটওয়্যারটি http://code.google.com/p/apjunktion-notifications থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। সফটওয়্যারটি ইনস্টল করতে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ইনস্টল থাকতে হবে। এখন সফটওয়্যাটি ইনস্টল করে লগইন করুন তাহলে একটি স্ট্যাটাসবারে ফেসবুকের বর্তমান স্ট্যাটাস দেখাবে। এখানে থেকে ফেসবুকে পোস্টও করা যাবে।

    বিভিন্ন ভিডিও এ্যাডিটিং সফটওয়্যারের সাহায্যে ছবি এবং অডিও গান দ্বারা ভিডিও গান তৈরী করা যায়। এজন্য কিছুটা দক্ষ হতে হয়। কিন্তু কোন দক্ষতা ছাড়ায় এ কাজটি সহজেই করা যায় ইউমিউজিক সফটওয়্যার দ্বারা। মাত্র ৫০৩ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://umusic.codeplex.com থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে jpg ফরম্যাটের ছবি mp3 ফরম্যাটের অডিও ব্রাউজ করে এনে Create Video বাটনে ক্লিক করলে WMV ফরম্যাটের ভিডিও তৈরী হবে।
    সফটওয়্যারটি দ্বারা তৈরী করা ভিডিও ইউটিউব এবং রেপিড শেয়ারে আপলোড করা যাবে।

    যদি কোন ফাইলের বা প্রোগ্রামের বা এক্সটেনশনের আইকন সেভ করার দরকার হয় তাহলে ফাইন্ড এ্যাস আইকন সফটওয়্যার দ্বারা তা করা যায়। এজন্য মাত্র ২৮ কিলোবাইটের ফ্রিওয়্যার, বহনযোগ্য এই সফটওয়্যাটি http://sourceforge.net/projects/findasicon থেকে ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটি চালু করে Open বাটনে ক্লিক করে যে ফাইল বা প্রোগ্রাম থেকে আইকন সেভ করতে চান তা চালু করুন। এখন উপরে দেখা যাওয়া আইকনের উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলে সেভ ডায়ালগ বক্স আসবে। এখন ico সহ bmp, png, jpg, tif, gif, ফরম্যাটে সেভ করা যাবে।