Listen Our Radio

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০০৯

কিভাবে পার্টিশান লুকাবেন

কিভাবে পার্টিশান লুকাবেন প্রথমে start Buttonclick করুন।
run এ গিয়ে q type করুন gpedit.msc

এবার নিম্নলিখিত ভাবে
navigate করুন user configuration> administrative templates > windows components> windows explorerএখন “Hide these specified drives in My Computer”double click করুন।
“Enable নামক radio button টিতে click করুন।
তারপর নিজের পছন্দমত একটি বাছাই করে
apply
করুন।

পার্টিশানটি আবার ফিরিয়ে আনতে, পুনরায় উপরোক্ত প্রকৃয়া অবলম্বন করে "Disable" নামক radio button টিতে click করুন।
apply করে বেরিয়ে আসুন। আবার আপনার লুকানো পার্টিশানটি দেখতে পাবেন।

অনেক সময় program Install করে সঠিক ভাবে uninstall না করলে Add/Remove Programs এ বিরক্তিকর Invalid Entries এর তালিকা থাকে যা ইচ্ছা থাকা সত্বেও মুছা যায়না।

নিম্নলিখিত ভাবে এ সব অপ্রয়োজনীয় Entry মুছা যায়।
প্রথমে start Button এ click করুন।
run এ গিয়ে type করুন Regeditএবার নিম্নলিখিত ভাবে navigate করুন HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Uninstall
প্রতিটি program এর জন্য সেখানে একটি subkey দেখতে পাবেন।
অপ্রয়োজনীয় subkey টি right click করে Delete করুন।
অবশ্য ভুল বশত আপনার অতি প্রয়োজনীয় subkey টি Delete হয়ে যেতে পারে।
তাই Delete করার আগে প্রয়োজনে ঐ subkey টি right click করে Export করে রাখতে পারেন।
এটি একটি REG file হিসেবে save হয়ে থাকবে যা আপনি ইচ্ছে করলে re-import করতে পারবেন।

আপনি যদি এক্সপি এবং ভিসতা দুটিকেই চালাতে চান, তবে আপনাকে প্রথমে এক্সপি ইন্সটল করতে হবে এবং এরপর ভিসতা ইন্সটল করতে হবে। উইন্ডোজ এক্সপিকে যদি উইন্ডোজ ভিসতার পরে ইন্সটল করা হয় তবে উইন্ডোজ এক্সপির বুট লোডার উইন্ডোজ ভিসতার বুট লোডারকে প্রতিস্থাপিত করে।
এ কারণে আপনি যদি উইন্ডোজ ভিসতার পরে উইন্ডোজ এক্সপি ইন্সটল করে থাকেন তবে আপনি ভিসতাতে বুট করতে পারবেন না। কিন্তু নিচের কয়েকটি ধাপ অনুসরণ করেই আপনি আপনার উইন্ডোজ ভিসতার বুট লোডারকে পুনরুদ্ধার করতে পারবেন। ধাপ 1: VistaBootPRO ডাউনলোড করুন।এটা একটা চমৎকার Software যা উইন্ডোজ ভিসতার বুট লোডারকে মাত্র কয়েক সেকেন্ডে পুনরায় ইন্সটল করতে পারে।

ধাপ 2: Software টি ইন্সটল করে রান করুন।

ধাপ 3: এবার নিচের ছবির মত Bootloader বাটনে ক্লিক করুন



ধাপ 4: অপশন থেকে “Reinstall the Vista Bootloader” সিলেক্ট করুন এবং “Configure It” বাটনে ক্লিক করুন।
ব্যস হয়ে গেল। এটা আপনার বুটলোডারকে ইন্সটল করবে। এছাড়া আপনি এর মাধ্যমে সম্পাদনা করতে পারবেন বুটলোডারের টাইমআউট, ডিফল্ড বুট এন্টারি, বুট এন্টারি লেভেল প্রভৃতি।