Listen Our Radio

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০০৯

Invalid Entries সমুহ Add/Remove Programs থেকে মুছে ফেলুন।

অনেক সময় program Install করে সঠিক ভাবে uninstall না করলে Add/Remove Programs এ বিরক্তিকর Invalid Entries এর তালিকা থাকে যা ইচ্ছা থাকা সত্বেও মুছা যায়না।

নিম্নলিখিত ভাবে এ সব অপ্রয়োজনীয় Entry মুছা যায়।
প্রথমে start Button এ click করুন।
run এ গিয়ে type করুন Regeditএবার নিম্নলিখিত ভাবে navigate করুন HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Uninstall
প্রতিটি program এর জন্য সেখানে একটি subkey দেখতে পাবেন।
অপ্রয়োজনীয় subkey টি right click করে Delete করুন।
অবশ্য ভুল বশত আপনার অতি প্রয়োজনীয় subkey টি Delete হয়ে যেতে পারে।
তাই Delete করার আগে প্রয়োজনে ঐ subkey টি right click করে Export করে রাখতে পারেন।
এটি একটি REG file হিসেবে save হয়ে থাকবে যা আপনি ইচ্ছে করলে re-import করতে পারবেন।

0 Comments:

Post a Comment