Listen Our Radio

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০০৯

অনেক দিন ধরে ইয়াহুর নতুন ম্যাসেনজার “Yahoo messenger for Vista” ব্যবহারের কথা ভাব ছিলাম।কিন্তু আমি XP অপারেটিং সিষ্টেম ব্যবহার করি এবং “Yahoo messenger for Vista” XP অপারেটিং সিষ্টেমে ইন্সটল হয় না। নেটে ঘুরতে ঘুরতে একদিন এর সমাধান পেয়ে গেলাম। আপনি এখন XP অপারেটিং সিষ্টেম ব্যবহারকারী হেয়ও “Yahoo messenger for Vista” ব্যবহার করতে পারেন ।এর জন্য আপনার সিষ্টেমে .Netframework 3 ইন্সটল থাকতে হবে।Xp অপারেটিং সিষ্টেমে “Yahoo messenger for Vista” চালাতে নিচের পদক্ষেপ গুলো অবলম্বন করুন।

1. নিচের লিংক দুটির যে কোন একটি থেকে .zip ফাইল ডাইনলোড করুন।

Link 1

Link 2

2. ডাইনলোড ফাইলটি আনজিপ করুন।

3. ‘dotnetfx3setup.exe’ ফাইলটি চালান। তাহলে কিছুক্ষনের মধ্যে .Netframework 3 নেট থেকে ইন্সটল হয়ে যাবে।

4. “Yahoo.Messenger.YmApp.exe” ফাইলটি রান করলেই yahoo messenger for vista আপনার xp অপারেটিং সিষ্টেমে চালু হয়ে যাবে।

  • আনজিপ করা ফাইলটি আপনি পোরটেবল ম্যাসেনজার হিসেবে ব্যবহার করতে পারেন। তবে যেই রান করাবেন সেই সিষ্টেমে .Netframework 3 ইন্সটল থাকতে হবে।

0 Comments:

Post a Comment