Listen Our Radio

রবিবার, ৩ জানুয়ারী, ২০১০

ফটোশপ দিয়েই তৈরি করি নিজের ওয়েব সাইটের হেডার ।- (১ম অংশ) আমরা যেখানে শেষ করেছিলাম তা ছিল নিচের মত।

text1

এখন home নামে নতুন একটি Layer নিয়ে নিচের ছবির মত Rectangle তৈরি করতে হবে। এবং এর color: #119a02 বা Green করে দিতে হবে। আমরা এখন নিচের ছবির মত দেখতে পাব।

home

এখন আমাদেরকে home Layer টিকে সবার উপর থেকে নামিয়ে glass Layer এবং navegation Layer দুটির ঠিক মাঝখানে স্থাপন করতে হবে। এরপর home Layer টিতে Outer glow ইফেক্ট দেওয়ার জন্য home Layer টির উপর ডাবল ক্লিক করে Layer Style উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

outer-glow

inner glow ইফেক্ট দেওয়ার জন্য Layer Style উইন্ডো থেকে নিচের ছবির মত করে সেটিংস্ নির্বাচন করতে হবে।

inner-glow

এর পর OK বাটনে ক্লিক করলে আমাদের কাজটি নিচের ছবির মত দেখাবে।

er" src="http://tutorialbd.com/bn/wp-content/uploads/2009/11/glow-efect.png" alt="glow-efect" width="750" height="134">

0 Comments:

Post a Comment