Listen Our Radio

শুক্রবার, ২২ মে, ২০০৯

উইন্ডোজ এক্সপিকে ভিসতা করুন (পর্ব - ১)

উইন্ডোজ এক্সপির বোরিং থিম ভাল লাগছে না। ঠিক আছে বদলে ফেলুন। আর এর জন্য আপনাকে কোন খরচও করতে হবে না। আবার এর জন্য কোন সফটওয়্যার ও ইনষ্টল করতে হবে না (ফলে আপনার কম্পিউটারের স্পিডও কমে যাবে না)। আপনি এটা নিজেই করতে পারেন আর যখন এটা করা শেষ হবে তখন আপনার কম্পিউটার নিশ্চিতভাবেই ভিসতার মত লাগবে।


১। এক্সপি থিম চেঞ্জ করুন :


থিম চেন্জ করার জন্য আমার আগের লেখাটি দেখুন।


এখন আপনাকে কিছু ডাউনলোড করতে হবে।


অনেক সুন্দর সুন্দর থিমস আছে এবং তারা দেখতে প্রায় ভিসতার মত। আপনি সফটওয়্যার এবং উইন্ডোজ ব্লাইন্ড থিম ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার কম্পিউটার যদি শক্তিশালী না হয় তাহলে কম্পিউটারের অবস্থা জগাখিচুড়ি হয়ে যাবে। ওয়েবসাইটে ঘুরতে ঘুরতে আমি একটা ফোরাম পেয়েছি যেখানে উইন্ডোজ ভিসতার মত দেখতে কিছু থিম এর লিংক দেয়া হয়েছে। এখানে ক্লিক করে ফোরামের কমেন্টস সেকশনে যান এবং থিমগুলো ডাউনলোড করুন। ডাউনলোড করা হলে আনজিপ করুন এবং C://Windows/Resources/Themes এ কপি করুন।


আর এভাবেই আপনি আপনার কম্পিউটারের থিমকে ভিসতা থিম করে ফেললেন।


২। ওয়ালপেপার চেঞ্জ :


ভিসতার প্রচুর ওয়ালপেপার আছে। থিমের সাথেও একটি করে ওয়ালপেপার সাধারনত দিয়ে দেয়া হয়। এছাড়াও WinMatrix’s great post for Vista Wallpaper এ ট্রাই করতে পারেন। এছাড়া Google এ সার্চ করতে পারেন। এখানে ক্লিক করুন আরেকটি ভাল ওয়েবসাইট পাবেন।


৩। ফায়ারফক্সে ভিসতা থিম :


ফায়ারফক্স বিশ্বের সেরা একটি ওয়েব ব্রাউজার। এতে ও ভিসতা থিম ইনষ্টল করা যায়। Vista-aero এবং myFireFox খুবই জনপ্রিয়।


৪। কারসর চেঞ্জ করুন :


Aero cursor pack ডাউনলোড করুন। আপনার মাউস এর কার্সর পুরোপুরি ভিসতার মত হয়ে যাবে।


৫। ভিসতা এক্সপ্লোরার :


ভিসতা এক্সপ্লোরার আপনার উইন্ডোকে ট্রান্সপারেন্ট করবে। এটি ইন্টারনেট এক্সপ্লোরারকেও ট্রান্পারেন্ট করবে।


আপনি আসল ইন্টারনেট এক্সপ্লোরার ৭ ও ডাউনলোড করতে পারেন।





চলবে.......

0 Comments:

Post a Comment