Listen Our Radio

শুক্রবার, ২২ মে, ২০০৯

কমান্ড প্রম্পটের কমান্ড কপি এবং পেষ্ট করা

আমরা কমান্ড প্রম্পটে যে কাজ করি সেগুলো সাধারণভাবে সিলেক্ট বা কপি করা যায় না। কিন্তু আপনি যদি কোন কমান্ড কপি করতে চান তাহলে কমান্ড প্রম্পট উইন্ডোর টাইটেলবারে মাউসের ডান বাটন ক্লিক করে পপআপ মেনু থেকে Edit সিলেক্ট করে (অথবা উইন্ডোর মাঝে মাউসের ডান বাটন ক্লিক করে) Mark এ ক্লিক করুন। এখন কীবোর্ড বা মাউসের সাহায্যে ইচ্ছামত সিলেক্ট করে এন্টার প্রেস করুন। এরপরে নোটপ্যাড বা অন্য যায়গাতে স্বাভাবিকভাবে পেষ্ট করলেই হবে। এছাড়াও Mark সিলেক্ট না করে Select All সিলেক্ট করলে সমস্তকিছূ সিলেক্ট হবে।

0 Comments:

Post a Comment