Listen Our Radio

শনিবার, ২৩ মে, ২০০৯

এটা খুবই আকর্ষনীয় টিপ, বাড়িতে অথবা কোন অফিসে কম্পিউটার ব্যবহারকারীর জন্য খুবই আনন্দদায়ক। আপনি রেজিট্রি এডিটরের মাধ্যমে আপনার start মেনু থেকে Shutdown বাটনটি লুকিয়ে রাখতে পারবেন। এমনকি কেউ ctrl + del বাটন চেপেও কম্পিউটার shutdown করতে পারবে না।
নিন্মানুসারে রেজাট্রি এডিটরে এডিট করতে হবে:-

১. এটা করার জন্য আপনার কম্পিউটারটি অবশ্যই এডমিনিস্ট্রেটরে (Administrator) লগ ইন হতে হবে।

২. প্রথমে start মেনু থেকে run ডায়ালগ বক্স খুলুন, এর মধ্যে Regedit লিখে ok চাপুন।

৩. Regedit বক্সে নিম্মোক্ত লোকেশানে যান:
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer

৪. এখানে ডান পাশের প্যানেলে রাইট ক্লিক করে নতুন একটি DWORD ভ্যালু তৈরী করুন এর নাম দিন NoClose ।

৫. এখন একে ডাবল ক্লিক করলে এটি খুলে যাবে, এর ভ্যালু ডেটা বক্সে ১ লিখুন।

৬. এখন রেজিট্রি এডিটর বন্ধ করে, কম্পিউটার Restart করুন। আপনার কম্পিউটারে আর Shutdown বাটন দেখা যাবে না।

৭. এরপর আপনি যদি আবার আপনার Start মেনুতে Shutdown বাটনটি ফিরিয়ে আনতে চান তাহলে DWORD ভ্যালুর ভ্যালু ডেটা বক্সে ১ মুছে ০ লিখে দিন অথবা DWORD ভ্যালুটি Delete করে দিন। এবং কম্পউটারটি Restart করুন।

0 Comments:

Post a Comment