Listen Our Radio

শুক্রবার, ২২ মে, ২০০৯

Firefox এ add-ons Install করার বিকল্প পদ্ধতি।

Firefox এ আমরা সরাসরি internet থেকে add-ons install করে থাকি। কিন্তু এতে add-ons গুলো আমাদের সংগ্রহে থাকেনা এবং কোন কারনে যদি Firefox uninstall করে আবার install রার প্রয়োজন পড়ে বা Windows নতুন করে install করা হয় তাহলে add-ons গুলো আবার internet থেকে install করতে হয়। আমরা এ সমস্যা থেকে সহজেই মু্ক্তি পেতে পারি। এজন্য add-ons install এর সময় সরাসরি install button এ click না করে এর উপর right click করুন এবং save as target এ click করে add-ons টি আপনার pc তে download করে নিন । এখন যখনই এগুলো প্রয়োজন হবে internet সংযোগ ছাড়াই firefox browser open করে প্রয়োজনীয় add-ons টি এর উপর drag করে ছেড়ে দিন এবং install button এ click করে install করে নিয়ে firefox restart করুন ব্যস কাজ শেষ।

0 Comments:

Post a Comment