Listen Our Radio

রবিবার, ২৪ মে, ২০০৯

টাইম লিমিট সেটিং

কখনো কখনো আপনার কমপিউটারকে অন্যদের ব্যবহারের জন্য প্রটেকশন ছাড়া উন্মুক্ত রাখতে হয়। এর ফলে আপনার সিস্টেমটির অপব্যবহার হবার সম্ভাবনা বেড়ে যায়। এক্ষেত্রে ভিসতায় প্যারেন্টাল কন্ট্রোলকে সক্রিয় করতে পারেন, যা একটি নির্দিষ্ট সময়ের পর আপনার অনুপস্থিতিতে কমপিউটার শাটডাউন করবে। এ কাজটি করতে পারেন নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করে :

Start->Control Panel-এ ক্লিক করুন।
User account and family safetly লিঙ্কে ক্লিক করুন।
Parental Control লিঙ্কে ক্লিক করুন এবং যথাযথ অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
On, enforce current settings-এ ক্লিক করুন।
Time Limits-এ ক্লিক করুন।
প্রয়োজন অনুযায়ী টেবলকে ম্যানিপুলেট করুন।
পরিশেষে ওকে ক্লিক করুন।

0 Comments:

Post a Comment