Listen Our Radio

রবিবার, ২৪ মে, ২০০৯

বুট টাইমে ডিফ্র্যাগমেন্টেশন

বুট টাইমে ডিফ্র্যাগমেন্টেশন মাইক্রোসফট উইন্ডোজের নতুন কিন্তু গুরুত্বপূর্ণ ফিচার। এর মানে সব প্রয়োজনীয় বুট ফাইল বুট হওয়ার সময় হার্ড ড্রাইভে ডিফ্র্যাগমেন্ট হয়ে যাবে, ফলে আপনার কমপিউটার বুটিং আগের চেয়ে দ্রুত হবে। বাই ডিফল্ট হিসেবে এটি অ্যানাবল থাকে, তবে ডিজেবল থাকলে তাহলে তা অ্যানাবল করে নিন। প্রথমে রান-এ গিয়ে লিখুন Regedit. যথারীতি নিন্মোক্ত পদ্ধতি অনুসরণ করুন HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Dfrg\BootOptimizeFunction
BootOptimizeFunction-এ গিয়ে আপনি ডান পাশের Enable ফাইলটির ওপর রাইট বাটন ক্লিক করে Modify সিলেক্ট করুন। এখানে Value-তে গিয়ে যদি N থাকে তাহলে Y করে দিন। কমপিউটার রিবুট করুন।

0 Comments:

Post a Comment