Listen Our Radio

রবিবার, ২৪ মে, ২০০৯

লোডিস্ক স্পেস মেসেজ ডিজ্যাবল করা

যখন হার্ডডিস্কের স্পেস কমে যায়, তখন উইন্ডোজ ভিসতা একটি ছোট মেসেজ পপআপ করে যে আপনার সিস্টেমে মেমরি কম। এই মেসেজ কখনো কখনো বিরক্তিকর মনে হতে পারে। উইন্ডোজ ভিসতা সবসময় ব্যবহৃত সিস্টেম রিসোর্স চেক করতে থাকে। এর ফলে উইন্ডোজের গতি কিছুটা কমে যায়। নিচে বর্ণিত কৌশল অবলম্বন করলে উইন্ডোজ ভিসতার লোডিস্ক স্পেস চেকিং কার্যক্রম বন্ধ হবে :

* Start-এ ক্লিক করে সার্চ বক্সে regedit টাইপ করে এন্টার চাপুন।
*HKEY-CURRENT-USER\Software \Microsoft\Windows\CurrentVersion রেজিস্ট্রি কী-এ ব্রাউজ করুন।
* CurrentVersion-এর অন্তর্গত Policies কী সিলেক্ট করুন।
* রেজিস্ট্রি এডিটর মেনু থেকে EditNewKey-এ ক্লিক করুন। বাই ডিফল্ট এই কী-এর নাম হবে New Key # 1.
* এই কী-এর নাম বদলে Explorer করে এন্টার করুন।
* Explorer কী সিলেক্ট থাকা অবস্থায় EditNewDWORD [32-bit] Value-এ ক্লিক করুন। Explorer-এর নিচে এই DWORD সৃষ্টি হবে। বাই ডিফল্ট-এর নাম হবে New Value # 1.
* এবার DWORD-কে বদলে NoLowDisk SpaceChecks-এ করুন।
* নতুন DWORD ভ্যালু NoLowDisk SpaceChecks-এ রাইট ক্লিক করুন এবং Modify অপশন সিলেক্ট করুন।
* Value data-এ ‘ 1’ টাইপ করুন।
* Ok-তে ক্লিক করে Registry Editor বন্ধ করুন। এর ফলে উইন্ডোজ ভিসতা লোডিস্ক স্পেস সতর্ককরণ মেসেজ আর পপআপ করবে না।
* ব্যাকআপ সিডিউল করুন।

0 Comments:

Post a Comment