Listen Our Radio

শুক্রবার, ২২ মে, ২০০৯

ওয়েব সাইটকে মোবাইল উপযোগী করা

ওয়েবসাইটগুলো মূলত তৈরী করা হয় কম্পিউটারে ব্যবহারের জন্য। আর রেজুলেশনও কম্পিউটার উপযোগী থাকে ফলে বেশীর ভাগ সময় মোবাইলে ব্রাউজ করলে ওয়েবসাইট ঠিকমতো দেখা যায় না। কিন্তু আপনি চাইলে যেকোন ওয়েব সাইট মোবাইলের দেখার উপযোগী করতে পারেন।
এজন্য গুগলের সাহায্যে সাধারণ ওয়েব সাইটকে মোবাইলের উপযোগী করতে হলে www.google.com/gwt/n তে ঢুকে নির্দিষ্ট টেক্সট বক্সে ওয়েব সাইটের ঠিকানা লিখে গো বাটনে ক্লিক করলে উক্ত ওয়েবসাইটের মোবাইল উপযোগী সাইট হিসাবে নতুন ঠিকানা আসবে। আর আপনি যদি উক্ত ওয়েবসাইটে কোন ছবি না রাখতে চান তাহলে No Image চেক বক্স সক্রিয় করে করভার্ট করুন।
এছাড়াও www.mofuse.com সাইটে রেজিষ্ট্রেশন করে আপনার ওয়েব সাইট বা ব্লগের আরএসএস বা এটোম ফেড দিয়ে নতুন সাইটের ঠিকানা পেতে পারেন। আপনার নতুন ঠিকানা হবে www.yourname.mofuse.mobi ।ফলে আপনার ব্লগে আপনি স্বাভাবিকভাবে যা পোষ্ট করবেন তা এই সাইটে টেক্সট হিসাবে দেখাবে।

0 Comments:

Post a Comment