Listen Our Radio

শুক্রবার, ২২ মে, ২০০৯

উইন্ডোজ এক্সপিতে থার্ড পার্টি থিমস

উইন্ডোজ এক্সপিতে মাইক্রোসফট এর বানানো থিমস ছাড়া অন্য কোন থিমস ইনষ্টল করতে দেয়া হয় না। থার্ড পার্টি থিমস ইনষ্টল করতে হলে uxtheme.dll ফাইলটিকে পরিবর্তন করতে হয়।

*সিস্টেম ফাইলকে সরিয়ে অন্য কোন ফাইল রিপ্লেস করা সবসময় ঝুকিপূর্ন নয়। কিন্তু আপনি যদি ইচ্ছে করেন, তাহলে সিস্টেম ফাইলটা এক জায়গায় ব্যাকআপ করে রাখতে পারেন।

নোট : দুই পদ্ধতিতে আমরা আমাদের কাজটি করতে পারি। প্রথমে ১নং টি করতে চেষ্টা করুন পরে যদি বিফল হন তাহলে ২নং টি চেষ্টা করবেন।

উইন্ডোজ এক্সপিতে মাইক্রোসফট এর বানানো থিমস ছাড়া অন্য কোন থিমস ইনষ্টল করতে দেয়া হয় না। থার্ড পার্টি থিমস ইনষ্টল করতে হলে uxtheme.dll ফাইলটিকে পরিবর্তন করতে হয়।

*সিস্টেম ফাইলকে সরিয়ে অন্য কোন ফাইল রিপ্লেস করা সবসময় ঝুকিপূর্ন নয়। কিন্তু আপনি যদি ইচ্ছে করেন, তাহলে সিস্টেম ফাইলটা এক জায়গায় ব্যাকআপ করে রাখতে পারেন।

নোট : দুই পদ্ধতিতে আমরা আমাদের কাজটি করতে পারি। প্রথমে ১নং টি করতে চেষ্টা করুন পরে যদি বিফল হন তাহলে ২নং টি চেষ্টা করবেন।

প্রথম পদ্ধতি :

১। প্রথমে আপনাকে জানতে হবে কোন সার্ভিসপ্যাক আপনি ব্যবহার করছেন। এটা জানতে হলে Windows Flag Key+Pause/Break Key চাপুন। সিস্টেম প্রোপার্টিস উইন্ডো খুলবে। এখানে দেখা যাবে আপনি কোন সার্ভিস প্যাক ব্যবহার করছেন।

২। এখন আপনাকে কিছু ফাইল ডাউনলোড করতে হবে। ভয় পাবেন না ফাইলগুলো খুব ছোট।

আপনি যদি সার্ভিস প্যাক ১ ব্যবহার করেন তাহলে এখানে ক্লিক করুন।

আপনি যদি সার্ভিস প্যাক ২ ব্যবহার করেন তাহলে এখানে ক্লিক করুন।

৩। ফাইলগুলো আনজিপ করুন।

৪। এখন আপনার Replacer ডাউনলোড করতে হবে (আমি stable version ইনষ্টল করতে বলব)। রিপ্লেসার আপনার সিস্টেম ফাইলকে রিপ্লেস করবে এবং সম্পূর্ণ নিরাপদে রাখবে। এটা আপনার ফাইলকে ব্যাকআপ করে রাখবে যদি আপনি কখনো পূর্বের অবস্থায় ফিরে যেতে চান।

৫। রিপ্লেসার আনজিপ করুন। “readme” ভাল করে পড়ুন কারন এটায় কিছু গুরুত্বপূর্ন তথ্য দেয়া আছে যা আপনাকে পূর্বের অবস্থায় ফিরে যেতে সাহায্য করবে।

এখন আপনি uxtheme.dll ফাইলটি রিপ্লেস করতে তৈরী।

৬। এখন রিপ্লেসার ফাইলটিকে ডাবল ক্লিক করুন (raplacer.cmd)।

৭। এখন এটা আপনাকে বলবে Drag and drop the original system file । তাই আপনি C:\Windows\system32\uxtheme.dll এ যান এবং uxtheme.dll ফাইলটিকে চেপে ধরে কমান্ড প্রোম্পট এর উপর ছেড়ে দিন।

৮। এন্টার দিন।

৯। এরপর এটা আবার জিজ্ঞেস করবে drag the file you want to replace। এটা করতে হলে সার্ভিস প্যাক অনুযায়ী যে ফাইলটি ডাউনলোড করেছেন তা চেপে ধরে কমান্ড প্রোম্পট এর উপর ছেড়ে দিন। এন্টার দিন।

১০। এখন এটা আপনাকে জিজ্ঞেস করবে confirm that you want to replace the files or not । Yes দিন।

আপনাকে অভিনন্দন আপনি সফলভাবে uxtheme.dll ফাইলটি রিপ্লেস করতে সক্ষম হয়েছেন। এখন থেকে আপনি যে কোনো থিম ইনষ্টল করতে পারবেন।

থিম চেন্জ করার জন্য ডেক্সটপে রাইট ক্লিক করুন। Desktop> Properties > Appearances tab > Windows and buttons এ ক্লিক করুন।



দ্বিতীয় পদ্ধতি :

যদি প্রথম পদ্ধতি কাজ না করে তাহলে আশা হারাবেন না। এই Multipatcher টি ডাউনলোড করুন।

ওহ! হ্যা আর একটি কথা, আপনি যদি কোন থিমস খোঁজ করে থাকেন তাহলে কয়েকটি ওয়েবসাইট আছে :

-Deviant Art

-Wincustomize

-themexp.org

-WinMatrix





চলবে............




মন্তব্যগুলো (2)Add Comment
একটি অনাকাঙ্খিত ভুল
লিখেছেন Prithi, December 05, 2007
Replacer ফাইলটির লিংক ভুলে দেয়া হয়নি link টি হল -http://www3.telus.net/_/replacer/
Window XP এর theme download এর সবচেয়ে চমৎকার ওয়েবসাইট হলো...
লিখেছেন Oronno, February 16, 2008
Window XP এর theme download এর সবচেয়ে চমৎকার ওয়েবসাইট হলো: http://www.appleblossomart.net

0 Comments:

Post a Comment