Listen Our Radio

শুক্রবার, ২২ মে, ২০০৯

কম্পিউটারে দেখুন ওয়াপ সাইট

ওয়্যারলেস এ্যাপলিকেশন প্রটোকল বা ওয়াপ হচ্ছে মোবাইল বা তারহীন ডিভাইনের জন্য তৈরীকৃত বিশেষ সাইট। সাধারণত ওয়াপ সাইটগুলো কম্পিউটারের ওয়েব ব্রাউজারে দেখা যায় না। কিন্তু ওয়াপ প্রুফ সফটওয়্যারের (ওয়াপ ব্রাউজার) সাহায্যে সহজেই যে কোন ওয়াপ সাইটকে দেখা যায়। http://www.wap-proof.com/ ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি (ডেমো) ডাউনলোড করে ইনষ্টল করে চালু করুন। ওয়াপ প্রুফ সফটওয়্যারটি চালু করলে নকিয়া ৬৬০০ মডেলের (মোবাইলের মডেল পরিবর্তন করা যাবে) একটি মোবাইল উইন্ডো আসবে। এবার এড্রেসে ওয়াপ এড্রেস লিখে গো বাটনে ক্লিক করুন তাহলে মোবাইল উইন্ডোতে ওয়াপ সাইট দেখা যাবে এবং সোর্স উইন্ডোতে সাইটলের প্রোগ্রামিং কোড দেখা যাবে। এই ব্রাউজারে স্বাভাইবক ব্রাউজারের মতো ওয়াপ সাইট বুকমার্ক করে রাখা যাবে। মোবাইল উইন্ডোর ওয়াপ সাইট শুধুমাত্র কীবোর্ড ব্যবহার করা যাবে মাউস ব্যবহার করা যাবে না।

0 Comments:

Post a Comment