Listen Our Radio

শুক্রবার, ২২ মে, ২০০৯

উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম এ কোন কোডিং

ছাড়াই পাসওয়ার্ড সেট করতে পারি। এরজন্য প্রথমে

আমাদের “.zip” ফাইল তৈরি করে নিতে হবে। “.zip”

ফাইল তৈরি করার জন্য যে কোন খালি জায়গায় ডান বাটন

ক্লিক করে নিউ এ মাউস পইন্ট রাখব। কিছুক্ষন পর কিছু

মেনু আসবে। এখান থেকে “Compressed (zipped)

Folder” এ ক্লিক করব। এখন”.zip”ফাইল তৈরি হয়ে

গেছে। এবার এর নাম আপনার পছন্দ মত দিন।
এবার আমাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে। এর জন্য ঐ

“.zip” এর ভেতর যে ফাইলে পাসওয়ার্ড সেট করতে হবে

সে ফাইল রাখব(Copy করে Paste করব)। তারপর File

Menu থেকে Add Password সিলেক্ট করব। এখনে

আসা উইন্ডো থেকে Password ও Confirm

Password দিয়ে Ok বাটন ক্লিক করব।
Folder
তারপর যখন আমরা ঐ ফাইল অপেন করতে চাব, তখন

আবার আপনার ঐ পাসওয়ার্ড দিয়ে অপেন করতে হবে।
এভাবে রাখলে ঐ ফাইল এখন ভাইরাস থেকে মুক্ত।

0 Comments:

Post a Comment