Listen Our Radio

শুক্রবার, ২২ মে, ২০০৯

কম্পিউটার শেয়ার দেয়া থাকলে যখন অনান্য কম্পিউটার থেকে তা ব্রাউজ করা হয় তখন প্রিন্টার ও সিডিউল টাস্ক দেখা যায়। আপনি চাইলে প্রিন্টার ও সিডিউল টাস্ক লুকাতে পারেন। এজন্য রেজিষ্ট্রি এডিটর খুলুন (Run -এ গিয়ে regedit লিখে Ok করুন)। এবার HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ Explorer \RemoteComputer \ NameSpace যান এবং NameSpace সিলেক্ট করে Registry মেনু থেকে Export Backup File... সিলেক্ট করে রেজিস্ট্রি ব্যাকআপ করে রাখুন। এবার NameSpace এর ভিতরের (সিডিউল টাস্কের জন্য) {D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF} এবং (প্রিন্টারের জন্য) {2227A280-3AEA-1069-A2DE-08002B30309D} ডিলিট করুন। এবার রেজিষ্ট্রি এডিটর বন্ধ করুন। এরপর থেকে নেটওয়ার্ক শেয়ারে আপনার কম্পিউটারের প্রিন্টার ও সিডিউল টাস্ক দেখা যাবে না। আবার যদি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চান তাহলে NameSpace সিলেক্ট করে Import Backup File... সিলেক্ট পূর্বের সেভ করা ব্যাকআপ ফাইল সিলেক্ট করে Open করুন।

0 Comments:

Post a Comment