Listen Our Radio

শুক্রবার, ২২ মে, ২০০৯

কিছুদিন আগে পিডিএফ ফাইল তৈরির একটি অসাধারন সফটওয়্যারের খোঁজ পেলাম। সফটওয়্যারটির নাম ডুপিডিএফ (DoPDF)। সফটওয়্যারটি বেশ ছোট….১.৩৪ মেগাবাইটের মাত্র, কিন্তু কাজ করে দূর্দান্ত!

এই সফটওয়্যারটির মাধ্যমে টেক্সট, ছবি , ওয়েব পেইজ সহ বিভিন্ন ধরনের ফাইল খুব সহজেই পিডিএফ ফরম্যাটে রূপান্তর করা যায়। আগ্রহীরা ব্যবহার করে দেখতে পারেন। সফটওয়্যারটি ফ্রি…কোন সিরিয়াল নম্বর/ ক্র্যাক ছাড়াই নিশ্চিন্ত ব্যবহার করুন…আশা করি ভালোই লাগবে। কোন ফাইল পিডিএফ-এ রূপান্তর করার জন্য প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্টার সিলেকশনে প্রিন্টারের নাম doPDF নির্বাচন করে ok বাটনে ক্লিক করুন।


ছবিঃ www.dopdf.com ওয়েব সাইট থেকে সংগৃহীত

বিস্তারিত
ডাউনলোড

0 Comments:

Post a Comment