Listen Our Radio

বৃহস্পতিবার, ২১ মে, ২০০৯

বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমরা সাধারনত ইংরেজীতে সার্চ করি। আপনি কি জানেন সব সার্চ ইঞ্জিনে বাংলাতে ও সার্চ করা সম্ভব? আমি এই কাজটা দীর্ঘদিন ধরে করে আসছি। সার্চ বক্সে বাংলা লিখে সার্চ করতে খুব ভাল লাগে। নিজের ভাষায় সার্চ করে পেয়ে ও যাই বাংলায় আশানুরুপ পেইজের সন্ধান। আপনারা ও চেষ্টা করে দেখতে পারেন। Yahoo!, Google, Ask, Amazan, Answer সার্চ ইঞ্জীন সবগুলোতেই কাজ করে। আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এই জন্য আপনার পিসিতে যা করতে হবে:১. iComplex ইনস্টল করুন
২. ইউনিকোডে বাংলা লেখার জন্য অভ্র বা ইউনিজয় ইনস্টল করুন।
৩. বাংলা ইউনিকোড ফন্ট ইনস্টল করুন। যেমন:- Rupali
৪. বাংলা লেখা সুন্দর দেখা যাওয়ার জন্য Font Fixer দিয়ে Rupali ফন্টকে ডিফল্ট করে নিন।

0 Comments:

Post a Comment