Listen Our Radio

বৃহস্পতিবার, ২১ মে, ২০০৯

উইন্ডোজ এক্সপিতে যখন আমরা নতুন কোন ফোল্ডার বা শর্টকার্ট তৈরি করি তখন তা New Folder এবং New Shortcut নামে তৈরি হয়। কিন্তু ইচ্ছে করলেই একে কাস্টমাইজ করা সম্ভব। এর জন্য সিস্টেম ফাইল Shell32.dll কে সম্পাদনা করতে হবে যা রয়েছে “%windir%\System32” তে। এখানে %windir% বলতে বুঝানো হয়েছে “C:\Windows” ফোল্ডারকে, যদি আপনি আপনার উইন্ডোজ C ড্রাইভে ইন্সটল করে থাকেন। আমরা একে রিসোর্স হ্যাকারের মাধ্যমে পরিবর্তন করব। প্রথমে আপনার পিসি F8 চেপে সেভ মুডে অন করে নিচের প্রক্রিয়া দেখুন::

০১: "%windir%\System32\Shell32.dll" ফাইলটি রিসোর্স হ্যাকারের মাধ্যমে খুলুন এবং <1896> নামক স্ট্রিং টেবিলটিতে যান।

০২:: এখন ডানদিকের সাইড প্যানে আপনি পূর্বে থেকে নির্বাচিত “New Folder” এবং “New Shortcut” strings টি দেখতে পাবেন।

০৩:: এরপর আপনি পূর্বথেকে নির্বাচিত স্ট্রিং টি আপনার স্ট্রিং দ্বারা রিপ্লেস করুন।

০৪:: এরপর “Compile Script” বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করুন। এরপর আপনি আপনার কাস্টমাইজড করা নাম দেখতে পাবেন নতুন কোন ফোল্ডার বা শর্টকাট তৈরি করলে।

0 Comments:

Post a Comment