Listen Our Radio

বৃহস্পতিবার, ২১ মে, ২০০৯

এখন প্রায় প্রতিটি ওয়েব পেইজে RSS Feed লিংক দেয়া থাকে। এই RSS Feed ব্যবহার আপনার নিজের ব্লগ বা ওয়েব পেইজকে যেমন সমৃদ্ধ করবে তেমনি বাচাঁবে আপনার ও আপনার ভিজিটরের সময়। RSS Feed এর সুবিধা হলো আপনার পছন্দের ও প্রয়োজনীয় একাধিক পেইজের শুধু লিঙ্ক নয় বরং পেইজের আপডেট নিউজ বুলেটিন, পোষ্ট, তাৎক্ষনিক বার্তা ইত্যাদি একটি মাত্র পেইজ থেকে ব্যবহার করা যায়। যাদের নিজেদের ব্লগ বা ওয়েব সাইট নাই তাদের নিরাস হওয়ার কিছু নাই Yahoo!, Google। My Space এ আপনার জন্য বরাদ্দকৃত জায়গাতেও এই সকল RSS Feed ব্যবহার করা যায়।

প্রতিটি ওয়েব সার্ভিস প্রদান কারীর নিজস্ব ব্যবহার বিধি থাকে আপনাকে শুধু তা অনুসরন করতে হবে। আমি লক্ষ করেছি বেশির ভাগের ব্যবহার বিধি একই রকম। RSS Feed ব্যবহার করার নমুনা আপনারা আমার ব্লগ সাইট থেকে দেখে নিতে পারেন।

0 Comments:

Post a Comment